নিজস্ব প্রতিনিধি
পাবনার আটঘরিয়ার দেবোত্তর বাজারে আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে আব্দুল মারেক গ্রুপ ও হেলাল গ্রুপের মধ্যে সংঘর্ষে ধারালো অস্ত্রাঘাতে ৪ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে দুইজনকে পাবনা জেনারেল হাসপাতাল ও দুইজনকে আশংকাজনক অবস্থায় রাজশাহীূ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে আটঘরিয়া পৌরসভার দেবোত্তর বাজারে আব্দুল মালেক এর নের্তৃত্বে মোশারফ, রিয়াদ, সাগর, পান্জু, সিরাজুল,
ইমরান, ফিরোজ, সিহাব, আলামীন গংয়েরা অর্তকিতে ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হেলালের উপর হামলা চালিয়ে কোপাতে থাকে।
এসময় তার চিৎকারে তার ভাই হিমেল এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়। এসময় উভয় পক্ষের সংঘর্ষ বেধে যায়। এতে হেলাল, হিমেল, মালেক, মোশারফ আহত হয়।
আহতদের মধ্যে হেলাল (৩৮), হিমেল (২৬)কে গুরুত্বর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবৎ উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো।
গত বৃহস্পতিবার সন্ধায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই জের ধরে শুক্রবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।