আবু হানিফ খাঁনঃ
সরকারি ডাঃ জহুরুল কামাল ডিগ্রি অনার্স কলেজ,দুলাই,সুজানগর, পাবনা এ ৫৪ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপিত । ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তানের শৈরসাশক জেনারেল ইয়াহিয়া খান সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ক্ষমতা হস্তান্তর না করে এ্যাসম্বলীতে বসার মিথ্যা আশ্বাস দিয়ে ২৫ মার্চের কালো রাতে ভাষণে সাবেক পূর্ব পাকিস্তানের উপর মার্শাল ল জারির মধ্যেদিয়ে গোভীর রাতে সপ্তম নৌবহর ঢাকায় পাঠিয়ে সেই রাতেই ঢাকার রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীতে প্রচুর হত্যাযজ্ঞ চালায় ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকবাহিনী পরাজিত হয়ে ততকালীন রেসকোর্স ময়দানে বীর মুক্তিযোদ্ধাদের নিকট আত্নসমর্পণের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জিত হয়। স্বাধীনতা উদযাপন উপলক্ষে সকাল ১০ ঘটিকায় আনন্দ রেয়ালী শেষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। স্বাধীনতা দিবসের তাৎপর্য সম্পর্কে অত্র কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল লতিফ এর সভাপতিত্তে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জনাব আব্দুল কদ্দুস উপাধ্যক্ষ অত্র কলেজ,জনাব আব্দুল বাতেন সহকারি অধ্যাপক ও চেয়ারম্যান অর্থনীতি, জনাব এ কে এম ফজলুল হক সহকারি অধ্যাপক ও চেয়ারম্যান ইতিহাস বিভাগ, জনাব আব্দুল্লাহ আল মামুন প্রভাষক দর্শন বিভাগ, জনাব আশিক ইমরান খান প্রভাষক, আই সিটি টি, জনাব ম. কিবরিয়া,প্রভাষক সমাজ বিজ্ঞান বিভাগ, আলোচনা শেষে স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদের আত্মার মাগফেরাত কামনা বিনম্র শ্রদ্ধাপনে দোয়া পরিচালনা করেন জনাব আনোয়ার হোসেন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, অনুষ্ঠান সংচালোনায় ছিলেন জনাব আতিকুল ইসলাম প্রভাষক ইতিহাস বিভাগ।
সরকারি ডাঃ জহুরুল কামাল ডিগ্রি অনার্স কলেজে ২৬ মার্চ স্বাধীনতা দিবস
সুজানগর
2 Mins Read
Next Article আতাইকুলা উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment