মিজানুর রহমান
পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের চার বারের নির্বাচিত সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেছেন,খেলাধুলা মানুষকে মাদকাসক্ত ও সকল ধরনের অপরাধ থেকে দূরে রাখে। কেননা, খেলোয়াররা সাধারণত সাধা মনের মানুষ হয়ে থাকেন।আমাদের সন্তানকে লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আন্তরিক করে গড়ে তুলতে হবে। তা হলে মানসিক বিকাশ ঘটবে।
শনিবার দুপুরে পাবনা সদর উপজেলার দ্বীপচর ইউনুস আলী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,আ.লীগ সরকার ক্ষমতায় আসলে দেশের ক্রীড়া জগত সম্প্রসারিত হয়। খেলোয়ারদের গড়ে তুলতে সরকার কাজ করেন।গত ১৫ বছরে বাংলাদেশের ক্রীড়া বিভাগের ব্যাপক প্রসার ঘটেছে। খেলাধুলার মাধ্যমে বিদেশের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল হয়েছে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম রেজা খান আনসার এর সভাপতিত্বে ও অধ্যক্ষ আবুল বাশার এর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সভাপতি নওশের আলী মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি সহ প্রতিষ্ঠানটির সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।