পাবনায় নেসকোর পিচরেট কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।
নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পনীর এমডি কর্তৃক পিচরেট কর্মচারীদের চাকুরী দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় ১৫ জানুয়ারী হতে কর্মবিরতি কর্মসুচী পালন করছে পিচরেট কর্মচারীরা। পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে রাজশাহী ও রংপুর বিভাগে এই কর্মসুচী পালিত হচ্ছে। এই কর্মবিরতির ফলে নেসকোর কাজ ব্যাঘাত ঘটছে। গ্রাহকরা এপর্যন্ত তাদের বিদুৎবিল না পাওয়ায় বিদুৎবিল পরিশোধ করতে পারছে না।
পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেছেন আমাদের এই দাবি নায্য দাবি। আমাদেও ধর্য্যেও সীমা শেষ হয়ে গেছে তারপর আমরা কর্মবিরতিতে গেছি। আমাদের আন্দোলন চলবে।
এ ব্যাপারে নেসকো পাবনা ২ এর নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুল হক কর্মবিরতির বিষয় স্বীকার করে বলেন, এদের দাবির বিষয় আমাদের করার কিছুই নাই। এটা কেন্দ্রের বিষয়। কর্মবিরতিতে গ্রাহকের যাতে কোন সমস্যা নায় সে ব্যাপারে বিকল্প ব্যবস্থা নেয়া হয়েছে।