মিজানুর রহমান
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পাবনা -৫ আসনের নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্স কে বিজয়ী করার লক্ষ্যে দাপুনিয়া ও মালিগাছা ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় প্রথমে দাপুনিয়া বাজারে ও পরে মালিগাছার রূপপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হয় পথসভা। পথসভায় দাপুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান ইমামের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী এর পরিচালনা করেন।
মালিগাছার পথসভায় সভাপতিত্ব মালিগাছা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হায়াত মল্লিক ও ৭ ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শুভ অনুষ্ঠানটি পরিচালনা করেন।
এ দুটি পথসভায় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল,আওয়ামী লীগ মনোনীত পাবনা -৫ আসনের নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্স, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট বেলায়েত আলী বিল্লু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সামাদ খান রতন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সরদার মিঠু আহমেদ, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট তৌফিক ইমাম,ত্রাণ সম্পাদক শাওয়াল বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ,জেলা শ্রমিকলীগের সভাপতি ফুরকান আলী, মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনতাজ আলী,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু,জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আজ বাংলাদেশের জন্ম হতো না। আর তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে বাংলাদেশের এত উন্নয়ন কখনোই সম্ভব হতো না।
আরো বলেন, স্বাধীনতাবিরোধী একটি চক্র দেশের উন্নয়ন চায় না। তারা জ্বালাও পোড়াওকে ভালোবাসে। তাই আমাদের চোখ, কান খোলা রাখতে হবে। এই চক্রটিকে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
দেশের উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী সরকারকে আবারও দেশের উন্নয়ন করার সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।