এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে কৃষি অধিদপ্তরের আয়োজনে ও ব্যবস্থাপনায় এবং সরকারি ভর্তুকিতে একজন কৃষককে ধান কাটার যন্ত্র রিপার মেশিন দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কৃষি অফিস কার্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকের মাঝে এ রিপার মেশিনটি হস্তান্তর করেন। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাহে আলম উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম জানান, প্রচলিত পদ্ধতিতে এক বিঘা জমির ধান কাটতে প্রায় ২ হাজার টাকা খরচ হয় এবং পুরো দিন সময় লাগে। সেখানে এই রিপার মেশিনের সাহায্যে অতন্ত কম সময়ে ও স্বল্প খরচে ধান কাটা সম্ভব।