পিপ : আগামী ৯ ডিসেম্বর শনিবার আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালনের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা প্রশাসক মু, আসাদুজ্জামান।
পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদের সঞ্চলনায় বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) পাবনা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মোঃ খায়রুল হক, পাবনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মনোয়ার উল আজিজ এবং সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমান, পাবনার সিভিল সার্জন দেওয়ান মো. শহীদুল্লাহ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট প্রমুখ। ৯ ডিসেম্বর সকাল পৌনে ৯টায় জেলা প্রশাসক অফিসের সামনে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন, পরে মানববন্ধন এবং সাড়ে ৯টায় আলোচনা সভার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন, নতুন কমিটির অন্য সহসভাপতি সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর শহীদ মোহাম্মদ ইব্রাহীম, সহসভাপতি পাবনা কলেজের অধ্যক্ষ জু. হা. মো: আতিকুল্লাহ। সদস্যগণ হলেন, পাবনা মহিলা পরিষদের সভানেত্রি অ্যাডভোকেট কামরুন্নাহার জলি, পাবনা মহিলা পরিষদের সহসভাপতি মাহবুবা খানম কাজল, সমাজসেবক ও ব্যবসায়ী মো. আব্দুর রাজ্জাক, পদ্মা কলেজের সহকারী অধ্যাপক মো. আক্তার উদ্দীন এবং পাবনা প্রেসক্লাব সদস্য মনিরুজ্জামান শিপন। সভায় দুর্নীতি বিরোধী সচেতনসতা বাড়াতে সকলকে কাজ করার আহবান জানান জেলা প্রশাসক।