চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহরে বিনাহালে রসুনের আবাদ বেড়েছে। এ আবাদে প্রতিবছর লাভবান হচ্ছেন কৃষক। চলনবিল অঞ্চলের সাদা সোনা বলে খ্যাত রসুন আবাদে ব্যস্ত সময় পার করছেন এ উপজেলার কৃষক। চাটমোহরসহ চলনবিল অঞ্চলে বিনাহালে রসুনের আবাদে লাভবান হচ্ছেন কৃষক। মাত্র ১০ বছরের মধ্যে বিনাহালে রসুনর আবাদ জনপ্রিয় হয়ে উঠেছে। এ অঞ্চলের কৃষক আগে ধান.গম.সরিষা,কলাই.মসুরসহ বিভিন্ন ফসলের আবাদ করতো। কিন্তু নানা প্রাকৃতিক দূর্যোগের কারণে তারা ফসল উৎপাদনে মার খেত। এক পর্যায়ে নতুন পদ্ধতিতে কৃষক রসুন আবাদ শুরু করেন। এটাই বিনাহালে রসুন আবাদ। আমন ধান কাটার পর জমিরে নরম মাটিতে রসুন রোপন করে তা ধানের নাড়া দিয়ে ঢেকে দেওয়া হয়। রসুনের গাছ বের হলেই সেচ দিতে হয়। চলতি মৌসুমে চাটমোহর উপজেলাতে ৬ হাজার ১০০ হেক্টর জমিতে বিনাহালে রসুন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। কৃষকরা জানান,বিগত ৫ বছর রসুনের বাম্পার ফলনের পাশাপাশি দামও ভালো পেয়েছেন তারা। প্রতিবিঘা জমিতে ৩৫ মণ পর্যন্ত রসুন উৎপাদন হয়। মৌসুমের শুরুতে প্রতিমণ রসুনের দাম ২ হাজার টাকা করে বিক্রি হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুমবিল্লাহ জানান,লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রসুনের আবাদ হবে। ফলনও ভালো হয়। দাম পাওয়ায় চাষীরা রসুন আবাদে ঝুঁকেছে। কৃষি বিভাগ সার্বক্ষনিক কৃষকদের পরামর্শ দিচ্ছে।