রবিউল রনি: পাবনার তাড়াস ভবনের মনোরম পুষ্প কাননে প্রতি শুক্রবার উন্মুক্ত পরিবেশে বই পড়ার চর্চা করছে দেশব্যাপী বইপ্রেমীদের সংগঠন বাংলাদেশ রিডস এর সেচ্ছাসেবীরা। নানা বয়সের নানা শ্রেনী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মনোরম পরিবেশে বই পরছে সবাই। পাবনা জেলা লিড রবিউল ইসলাম রনি এর সমন্বয়ে আজকের আয়োজনে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার মারুফা মন্জরী খান, ঢাকায় কর্মরত সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাফুদৌলা, বিশিষ্ট স্বাস্থ্য তত্ব বিদ শিব সংকর চক্রবর্তী, লেখক অঞ্জন শরিফ, ইয়াং জার্নালিস্ট ফোরামের সভাপতি তারেক খান, সাংবাদিক রহমতুল্লাহ দোলন, সাহিত্যিক আলমগীর সম্রাট, আলামিন হোসেন হৃদয়, আরিফ সহ স্কুল কলেজ পরুয়া শিক্ষার্থী ও কতিপয় শিশু অনুরাগী। উল্লেখ্য মূলত ভলান্টিয়ার অপারচুনিটির সহযোগিতায় প্রতি শুক্রবার বাংলাদেশ রিডস পরিচালিত ‘নীরবে বই পড়ার অভ্যাস’ ইভেন্ট পরিচালিত করে যেখানে পাঠকগণ নীরব স্থানে বসে বই পড়তে পারবে। এই উদ্যেগটি প্রথমে ঢাকা রমনা পার্ক থেকে শুরু হয় এখন সেটি পুরো বাংলাদেশব্যাপী ছড়িয়ে পড়েছে কিছু বই পড়ুয়া ভাই বোনদের মাধ্যমে। মিথুন দাস কাব্য, রাইয়ান জহির, রাউফান, অনন্যা শাহিন, সৌরভ জুয়েল প্রমূখের অক্লান্ত পরিশ্রমের ফসল। তারই ধারাবাহিকতায় প্রতি জেলায় প্রতি শুক্রবার নিরবে বই পড়ি। বাংলাদেশ রিডস একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যার মাদার গ্রুপ ভলান্টিয়ার অপারচুনেটিজ।
সারাদেশব্যাপী নীরবে বই পড়ার অভ্যাস ছড়িয়ে দেয়াই হচ্ছে বাংলাদেশ রিডস এর প্রধান কাজ।
বাংলাদেশ রিডস একদল বইপ্রেমী, সচেতন স্বেচ্ছাসেবকদের নিয়ে কাজ করে।