এম এ আলিম রিপন ঃ টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় সুজানগরে ৪ শিশু-কিশোরকে পুরস্কার প্রদান করা হয়েছে। শিশু কিশোরদের নামাজে আগ্রহী করতে ও আদর্শ প্রজন্ম গঠনের লক্ষ্যে উপজেলার মালিফা ড্রিম বয়েজ ক্লাবের উদ্যোগে শুক্রবার ব্যতিক্রমী এ পুরস্কারের আয়োজন করা হয়। নিয়মিত নামাজ আদায়ের পুরস্কার হিসেবে এসব কিশোরদের প্রত্যেককে একটি করে বাইসাইকেল দিয়েছেন তারা। উপজেলার মানিকহাট ইউনিয়নের বিলমাদিয়া জামে মসজিদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু-কিশোরদের মাঝে এ উপহার তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট এ,কে, এম সেলিম রেজা হাবিব। এ সময় অত্র মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো.আনছার আলী,সেক্রেটারী আব্দুস সাত্তার, মসজিদের পেশ ইমাম মোকলেছুর রহমান মালিফা ড্রিম বয়েজ ক্লাবের সদস্য মো.আরমান শাহ, মো.রজব আলী, নূরুজ্জামান,আসাদুজ্জামান ও রায়হানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট এ,কে, এম সেলিম রেজা হাবিব মাদকমুক্ত সমাজ ও শিশু-কিশোরদের সুন্দর চরিত্র গঠন করতে এ ধরণের গ্রহন করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এমন উদ্যোগ যেন অন্যান্য মসজিদেও হয় সেই আশা ব্যক্ত করেন। মালিফা ড্রিম বয়েজ ক্লাবের সদস্য মো.রজব আলী জানান, গত প্রায় দেড় মাস আগে থেকে এই প্রতিযোগিতা শুরু হয় যেখানে ১০ থেকে ১৫ বছর বয়সী ১২ জন শিশু-কিশোর অংশ নেয়। টানা ৪০দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে সক্ষম হন ৪ জন। মঙ্গলবার ওই ৪ জনকে আনুষ্ঠানিকভাবে বাইসাইকেল দিয়ে পুরস্কৃত করার পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য প্রতিযোগীদের মাঝেও পুরস্কার প্রদান করা হয়।