শফিক আল কামাল : সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) দুপুর ২টায় পাবনা সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন। এ সময় তিনি বলেন হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ শরীর গঠন করতে হবে। তোমাদের সুনাগরিক হিসাবে গড়ে উঠতে হবে এবং শিক্ষার্থীদের সকল কাজ কর্মের ব্যাপারে অভিভাবকদেরকেও সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য দেন পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান। স্বাগত বক্তব্য দেন সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াকুব আলী। সঞ্চালনা করেন বিদ্যালয়টির সিনিয়র শিক্ষক তানিয়া সুলতানা।
পবিত্র কোরআন তেলেওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শরু করা হয়। এরপর শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীরা আগত অতিথিবৃন্দকে ব্যাজ ও ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের গভর্ণিং বডির সদস্যবৃন্দ, সুধীজন, শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ও স্থানীয়রা।