এম এ আলম রিপনঃ পাবনার সুজানগরে অভিযান পরিচালনা করে ৮ টি প্রতিষ্ঠান কে ২১ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার পৌর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুনের নির্দেশনায় ও তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো : মাহমুদ হাসান রনি সুজানগর উপজেলার পেঁয়াজ বাজার সহ স্থানীয় বাজারে সকাল ৮ টায় মনিটরিং কার্যক্রম পরিচালনা করে। এসময় পেঁয়াজের বাজারে মাইকিং করে পেঁয়াজ ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্যে পেঁয়াজ কেনার জন্য সতর্কতা করা হয় এবং ক্রয় করলে তাকে বিক্রয়কারী এর সাদা নাম ও মোবাইল সংযুক্ত ভাউচার রাখতে বলা হয়, এছাড়া আড়তে ৪১ কেজি নিয়ে ৪০ কেজির দাম নেবার অভিযোগে,ক্রয়ের ভাউচার জেটি দেশের বিভিন্ন জায়গায় যায় সেই ভাউচারের কোন কার্বন কপি না রাখা, ট্রাকের চালানে মূল্য না রাখার অপরাধে ৩ টি আড়ত কে ৬ হাজার টাকা জরিমানা করা করা হয়। এছাড়া সরকার নির্ধারিত মূল্যে সোনালী ও পোল্ট্রি মুরগি বিক্রয় না করা এবং তিনটি ডিম ব্যবসায়ী বেশি দামে ডিম বিক্রয় ও দামের তালিকা না রাখায় ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সবজির দামে বেশিতে ভাউচার সংগ্রহ না করায় ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়, মোট ৮ টি প্রতিষ্ঠান কে ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সহায়তা করেন পুলিশ সদস্যরা ,কৃষি বিপণন কর্মকর্তা,উপজেলা প্রাণিম্পদও কৃষি সম্প্রারণ কর্মকর্তা । এ সময় ভোক্তা অধিকারের পক্ষ থেকে মাইকে টাস্কফোর্সের এর অভিযানে উদ্দেশ্য এবং নির্ধারিত যৌক্তিক মূল্যে বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান এবং বেশি দামে বিক্রয় করলে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ টাস্কফোর্সের মোবাইল নাম্বার ০১৭১১২৭৩১০২ নম্বরে কল করে অভিযোগ জানানোর কথা বলা হয় এবং ভোক্তা অধিদপ্তর এর প্রচার পত্র বিলি করা হয়।