এম এ আলিম রিপন ঃ “তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” প্রতিপাদ্যে সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ^ তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ^ তামাকমুক্ত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ মো.আব্দুল ওহাব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান জুয়েল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার শিপরা। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা । তামাকমুক্ত বাংলাদেশ গড়তে পরিবার থেকে কাজ শুরু করার গুরুত্বারোপ করে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ মো.আব্দুল ওহাব বলেন, নিজেকে দিয়ে কাজ শুরু করতে পারলে সেই কাজের ফলাফল সবসময়ই ভালো হয়। তাই আসুন আমরা সকলে মিলে তামাকমুক্ত বিশ^ গড়ে তুলি।