এম এ আলিম রিপন
পাবনার সুজানগরের বেকার যুবক ও নারীদের দক্ষ,স্বাবলম্বী ও আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ(টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে জানুয়ারী থেকে ফেব্রয়ারী পর্যন্ত দুই মাসব্যাপী কম্পিউটার বেসিক অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার(০১ জানুয়ারী) প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। ইউএনও সুখময় সরকারের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম রেজা ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার কর্মকার। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুইমাস মেয়াদি ভ্রাম্যমাণ এ কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণে উপজেলার ২০ জন নারী ও ২০ জন পুরুষসহ ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবেন।