এম এ আলিম রিপনঃ সুজানগর পৌর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি- ডাকাতি বন্ধে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ , পৌর বাজার বণিক সমিতি, দোকান মালিক সমিতি ও পৌর বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে থানা চত্বরে এ মতবিনিময় সভার আয়োজন করে সুজানগর থানা পুলিশ ।পাবনা সহকারি পুলিশ সুপার (সুজানগর সার্কেল)মো. রবিউল ইসলামের সভাপতিত্বে ও সুজানগর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মীর রাশেদুজ্জামান রাশেদ।অন্যদের মাঝে বক্তব্য রাখেন বাজার বণিক সমিতির সহ সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক মন্ডল,উপজেলা জামায়াতের সেক্রেটারী টুটুল হোসাইন বিশ্বাস, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, , পৌর জামায়াতের আমীর ফারুক-ই-আযম, পৌর বিএনপি’র সদস্য সচিব জসিম উদ্দিন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা যুবদলের সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল, পৌর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল আলমগীর, মন্ডল,আব্দুস সাত্তার, মতিয়ার রহমান মধু,আব্দুল আলিম, আবুল কালাম,সাদিকুল ইসলাম নাইস ও মোশারফ হোসেন,পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ প্রমুখ।সভায় ব্যবসায়ীরা তাদের বক্তব্য বলেন আমাদের দুঃখ কষ্ট প্রশাসনকে দেখতে হবে। মাঝের মধ্যেই বাজারের বিভিন্ন দোকানে চুরি তা মেনে নেয়া যায় না। অপরাধী যেই হউক তাকে আটক করতেহবে প্রশাসনকে।রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, অপরাধীর পরিচয় সে অপরাধীই। অপরাধীকে ছাড়িয়ে আনার ব্যাপারে আমরা কোন তদবির করবো না। বাজারে চুরি বন্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।রাজনৈতিকভাবে সকল ধরনের সহযোগিতা করা হবে উল্লেখ করে তারা বলেন, প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী সমিতির নেতাদের চুরি, ডাকাতি বন্ধে আরো সোচ্ছার হতে হবে তা না হলে এসব ঘটনা দিন দিন বৃদ্ধি পাবে বলেও জানান তারা। সভায় বাজারে চুরি ডাকাতি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করা হয় ব্যবসায়ীদের। সেই সাথে চুরি বন্ধে বাজারের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন ও নাইট গার্ডের সংখ্যা বৃদ্ধি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।