এম এ আলিম রিপন ঃ উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র এই শ্লোগানে পাবনার সুজানগরের তাতীবন্দ ইউনিয়নের কামারদুলিয়া পাকা রাস্তার মোড় হতে বক্কার মাস্টারের বাড়ি পর্যন্ত গ্রামীণ রাস্তা এইচবিবি করণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ মো.আব্দুল ওহাব। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য দেন তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা। অনুষ্ঠানে এন এ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হালিম মানিক, তাতীবন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, আ.লীগ নেতা আব্দুর রাজ্জাক, তাতীবন্দ ইউনিয়ন পরিষদের সচিব রেজাউল করিমসহ সকল ইউপিসদস্যবৃন্দ ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে সুজানগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ মো.আব্দুল ওহাব বলেন,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে বাংলাদেশ আর রাস্তাহীন থাকবে না,শহরের উন্নয়ন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গ্রামীণ মাটির রাস্তা,এইচবিবি টেকসই সড়কপথ নির্মাণ করে প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়ন করা হচ্ছে। এ সময় তিনি আরো বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে। এই উন্নয়নকাজে সকল শ্রেণী-পেশার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। এছাড়া আমি যতদিন উপজেলা চেয়ারম্যান আছি সকলের সহযোগিতা নিয়ে সুজানগরের সার্বিক উন্নয়নে কাজ করে যাব বলেও জানান তিনি।