এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলামের সভাপতিত্বে এবং এসএপিপিও আলমগীর হোসেনের সঞ্চালনায় বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ ফারুক চৌধুরী। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম জানান, ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সুজানগর উপজেলার ৮১১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গম, ভুট্রা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। এই প্রনোদনা কর্মসূচিতে ২৫০০জন কৃষকের প্রত্যেকে ২০কেজি করে গম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার, ৫০ জন কৃষক ০২ কেজি করে ভূট্রা বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার, ৩৫০০ জন কৃষক ০১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার, ১২০০ জন কৃষক ০১ কেজি করে শীতকালীন পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার, ২৫০ জন কৃষক ১০ কেজি করে চিনাবাদাম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ০৫ কেজি করে এমওপি সার, ৪০০ জন কৃষক ০৫ কেজি করে মসুর বীজ, ১০ কেজি ডিএপি সার ও ০৫ কেজি করে এমওপি সার, ২০০ জন কৃষক ০৮ কেজি করে খেসারী বীজ, ১০ কেজি ডিএপি সার ও ০৫ কেজি করে এমওপি সার এবং ১০ জন কৃষক ০২ কেজি করে অড়হড় বীজ, ০৫ কেজি ডিএপি সার ও ০৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হচ্ছে।