এম এ আলিম রিপন ঃ “নদীর প্রাণ ডলফিন-শুশুক,নিরাপদে বেঁচে থাকুক” এবারে এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পাবনার সুজানগরে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর আয়োজনে বের হওয়া বর্ণাঢ্য র্যালীটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার নাজিরগঞ্জ পদ্মা নদীর তীরে গিয়ে শেষ হয়। পরে নাজিরগঞ্জ ফেরীঘাট চত্বরে সামাজিক বন বিভাগ পাবনার সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন ওয়াল্ডলাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খান, সামাজিক বন বিভাগ পাবনার ফরেষ্ট রেঞ্জ অফিসার সাইদুর রহমান, বিএনপি নেতা হারুন হাজারী, এসো দেশকে ভালোবাসি সংগঠনের সহ-সভাপতি ও বোনকোলা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ইশানুর রহমান, এসো দেশকে ভালোবাসি সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের শিক্ষক রোকনুজ্জামান রতন, বিএনপি নেতা সাত্তার খান, হোসেন খান, যুবদল নেতা আক্কাজ আলী মন্ডল, ছাত্র প্রতিনিধি রাতুল প্রমুখ।