আবু হানিফ
পাবনার সুজানগরে অগ্নিকান্ডে গরু সহ বসতভিটা পুরে গেছে।
.০৩ মার্চ ২০২৪ খ্রী: রবিবার আনমানিক ভোর ০৪ ঘটিকায় মশার কয়েলে আগুন থেকে এই বিভৎশ্ব অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছিল বলে জানা গেছে।
গরুর গোশালা প্রতিদিনের ন্যায় এইদিনও গরুর স্বাস্থ্য সুরক্ষার জন্য মশা নিধনের ব্যবস্থা করতে কয়েল জ্বালিয়ে রেখেছিলেন গৃহকর্তা কিন্ত ঐ ঘরের একাংশে ছিলো গোহাল অন্যাংশে ছিলো খড়ির মাচান।
গরুর পায়ের লাথি লেগে জলন্ত মশার কয়েল খড়ির নাচানে পরে আগুন দ্বাউ দ্বার করে জ্বলে ঘড় পুরা শুরু করলে গরুগুলো যখন ছুটা ছুটি করছিলো তখন বাড়ির লোকজন বুঝতে পারে এবং এলাকাবাসীও ঘুম থেকে আসলে তাদের সহযোগিতায় ফায়ারসার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও পাঁচটি গরুর চারটিই পুরে মারা যায় এবং একটি এক পাশে পুরা অবস্থায় বঁচে যায়।
প্রায় ১০,০০০/= লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মালিক কাজিমউদ্দিন প্রামানিক জানিয়েছে ।
এই মর্মান্তিক অগ্নিকান্ডের দুর্ঘটনাটি ঘটেছে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়ন এর চরদুলাই পশ্চিম পাড়া গ্রামে।
পরিবারটির গুরই ছিলো আয়ের উৎস এখন সম্বল হীন অবস্থায় চরম বিপাকে দিনাতিপাত করছে পাশে দাঁড়ানোর ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের প্রতি দাবী জানিয়েছেন এলাকাবাসী।