এম এ আলিম রিপন ঃ দেশব্যাপী বিভিন্ন অবকাঠমো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পসহ উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ফেরীঘাটসহ বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এ সসব প্রকল্প ও কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এর মধ্যে রয়েছে উপজেলার নাজিরগঞ্জ ফেরিঘাট,উদয়পুর উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র, উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস, ৩২ নং উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোনকোলা রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,বোনকোলা রেজিঃ বিদ্যালয়,বিন্নাডাঙ্গী বিদ্যালয়, হাটখালী চরপাড়া বিদ্যালয়,হোগলাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়, খলিলপুর বিদ্যালয়, মালিফা বিদ্যালয়,মানিকহাট বিদ্যালয় ও রাণীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১০টি বিদ্যালয়ের নতুন ভবনসহ বিভিন্ন প্রকল্প/ কার্যক্রম। উদ্বোধন উপলক্ষ্যে স্থানীয় নাজিরগঞ্জ ফেরীঘাট চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, বিআইডব্লিউটিএ এর যুগ্ন পরিচালক আজগর আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, বিআইডব্লিউটিএ এর নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, বন্দর ও পরিবহন কর্মকর্তা সাজ্জাদুর রহমান । পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান খান, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, দৈনিক সিনসা সম্পাদক এস, এম মাহবুব আলম, নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, আ.লীগ নেতা মন্টু হাজারী,উপজেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান,সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, আ.লীগ নেতা কুতুব, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রাজু সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।