চাটমোহর প্রতিনিধি
পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেছেন,৫ আগস্ট পরবর্তী সময়ে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করে একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে। সাধারণ মানুষের কল্যাষে কাজ করতে হবে। আমরা দেশাত্ববোধ ও আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই। অতীত ভুলে আমাদের আলোর জগতে আসতে হবে। তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,সকল কর্মকর্তাদের ৩ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। সকল কাজের বিষয়ে মানুষকে জানাতে হবে। সকল কর্মকর্তাদের সঠিক সময়ে অফিসে অবস্থান করে সেবা প্রদান নিশ্চিত করতে হবে। আর্থিকসহ সকল অনিয়ম ও দূর্নীতি দূর করতে হবে।
গতকাল সোমবার সকাল ১১টায় চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক একথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটমোহর উপজেলা আমীর মওলানা মোঃ আঃ হামিদ,সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা হাসাদুল ইসলাম হীরা,বিএনপি নেতা অধ্যক্ষ আব্দুর রহিম কালু,পৌর বিএনপির আহবায়ক এ এম জাকারিয়া,প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক অশোক কুমার চক্রবর্তী প্রমুখ। এসময় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল,থানার অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল আলম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ মতিন,মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জুসহ সরকারি কর্মকর্তা,বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ,সরকারি কর্মকর্তা,সাংবাদিক উপস্থিত ছিলেন।
সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করে একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে – পাবনা জেলা প্রশাসক
চাটমোহর
2 Mins Read
Previous Articleপাবনায় বিশ্ব বসতি দিবস পালিত
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment