এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার নিবন্ধনপ্রাপ্ত সাগরকান্দি এতিমখানায় দুই লাখ ৪০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে বুধবার অত্র প্রতিষ্ঠানের প্রধানের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের এ অর্থের চেক তুলে দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। এ সময় সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো.আব্দুল ওহাব,উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল রানা,উপজেলা সমাজ সেবা অফিসার জিল্লুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান সবুজ,দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলম রিপনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা সমাজ সেবা অফিসার জিল্লুর রহমান জানান, বেসরকারি নিবন্ধনপ্রাপ্ত এতিমখানায় এতিম শিশুদের লালন পালনের বেসরকারীভাবে এতিমখানাগুলো পরিচালনা করে আসছে। আর এতিমখানাগুলো সুষ্ঠভাবে পরিচালনার জন্য বিভিন্ন সময় সমাজসেবা অধিদপ্তর থেকে সরকারিভাবে সহযোগিতা প্রদান করা হয়,যা ক্যাপিটেশন গ্রান্ড নামে পরিচিত। বেসরকারি এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ড বরাদ্দ সরকারের সামাজিক নিরাপত্তা বলয় কর্মসূচির একটি উল্লেখযোগ্য অংশ। এরই অংশ হিসেবে সুজানগর উপজেলার নিবন্ধনপ্রাপ্ত সাগরকান্দি এতিমখানায় দুই লাখ ৪০ হাজার টাকার অনুদানের এ চেক বিতরণ করা হয়।