সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলা থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন-পাবনা সদর থানার ধোপাঘাটা(দক্ষিণপাড়া)গ্রামের মৃত জালাল খাঁর ছেলে সুমন খাঁ(৩৫) এবং পূর্বরাঘবপুর গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (৩৬)। গতকাল বৃহস্পতিবার(৯নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় একটি সবুজ রঙের সিএনজি উদ্ধার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার(৯নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে আতাইকুলা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আতাইকুলার রঘুনাথপুর গ্রামের কেন্দ্রীয় কবরস্থানের ১নং গেটের সামনে থেকে একটি সবুজ সিএনজির ভেতর থেকে ৩০ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করে।উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৯ লক্ষ টাকা।
আতাইকুলা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামীদ্বয় একাধিক মাদক মামলায় অভিযুক্ত। তারা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন তারা পাবনা জেলার বিভিন্ন এলাকায় সিএনজি করে মাদকের ব্যবসা করে আসছিল। গ্রেপ্তারকৃতদের শুক্রবার(১০নভেম্বর) পাবনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।