পাবনার সাঁথিয়ায় প্রায়’ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ কাজ পরির্দশন করেছেন রাজশাহী জোনের অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, শিরোনামে, দৈনিক বিশ্ববার্তায় সংবাদ প্রকাশ হয়েছিল। পরে নির্মানাধীন সড়কটি থেকে নিম্নমানের সামগ্রী সরিয়ে নেয়া হয়।
উপজেলায় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে উপজেলার মনমথপুর জলিলের বাড়ি হতে আব্দুল মালেকের ক্যানাল ভায়া ঈদগাহ সড়ক পর্যন্ত ৯শ মিটার সড়কটি পাকাকরণের কাজ চলছে। এ কাজে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ উঠলে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শহিদুল্লাহ্ নির্মানাধীন সড়কটি পরিদর্শনে গিয়ে নিম্নমানের সামগ্রী দেখে তাৎক্ষনিক অপসারণ ও ভালো সামগ্রী দিয়ে কাজ করার নির্দেশ দেন।
এদিকে এ ঘটনা নজরে আসলে রাজশাহী বিভাগীয় অতিরিক্ত প্রধান নির্বাহী প্রকৌশলী রোমেল হায়দার মঙ্গলবার ওই সড়কটি পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন পাবনা নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান, সাঁথিয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শহিদুল্লাহসহ অন্যরা।
এসময় কর্মকর্তারা সাংবাদিকদের জানান, শিডিউল মোতাবেক সড়ক নির্মান কাজ সম্পন্ন হবে। নির্মান কাজে শেষে পুনরায় এই সড়কটি আমরা আবার পরিদর্শন করবো। পরিদর্শনকালে এলাকাবাসী জানান সড়কটি বর্তমানে ভালো মানের সামগ্রী দ্বারা নির্মান করা হচ্ছে। তারা এ জন্য সাঁথিযা উপজেলা নির্বাহী প্রকৌশলী শহীদুল্লাহ্কে ধন্যবাদ জানান।