সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় প্রায় কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। সড়ক পাকাকরণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সড়কটি অল্প দিনেই নষ্ট হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
উপজেলা প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা যায়,পল্ল¬ী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সাঁথিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি)তত্ত্বাবধানে উপজেলার মনমথপুর জলিলের বাড়ি হতে আব্দুল মালেকের বাড়ির পাশের ক্যানাল ভায়া ঈদগাহ সড়ক পর্যন্ত ৯শ মিটার সড়কটি পাকাকরণের কাজ পান পাবনার সুজানগরের মেসার্স তর্থি করবী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়কটির নির্মান ব্যয় ধরা হয়েছিল ৮২লক্ষ ৫৯ হাজার ৫শ ৬৭ টাকা। চুক্তিমোতাবেক এবছর ২৯ জুলাই এর মধ্যে সড়কটির নির্মান কাজ সমাপ্ত করার কথা থাকলেও তা করা হয়নি।
সরেজমিন গিয়ে দেখা যায় সড়কটি নির্মান কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট, বালি, খোয়াসহ অন্যান্য নির্মাণ সামগ্রী। সড়কটির এজিং এর দু’পাশে শিডিউল অনুযায়ী মাটি ব্যবহার করা হচ্ছে না। এতে করে অল্প বৃষ্টি হলেই নির্মানাধীন সড়কটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে।
মনমথপুর গ্রামের বাসিন্দা ফজর আলী বলেন, এই রাস্তায় যে ইটের পঁচা খোয়া ব্যবহার করা হচ্ছে তাতে রাস্তাটি বেশি দিন টিকবেনা। আমরা গরু নিয়ে যাওয়ার সময় গরুর পায়ের তলায় খোয়া পড়ে ভেঙে গুড়ো হয়ে যাচ্ছে। তাহলে বোঝেন সাংবাদিক ভাইয়েরা কত খারাপ ইটের খোয়া দিয়ে কাজ করছে?
একই গ্রামের আলম হোসেন বলেন,রাস্তার কাজ পুরাই দুই নাম্বারী হচ্ছে। এই কাজের তদারকির দায়িত্বে থাকা সাঁথিয়া উপজেলা প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী ইদ্রীস আলীকে এ বষিয়ে বার বার জানালেও তিনি কোন কর্নপাত করছেনা। উপজেলা প্রকৌশল অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, উপ-সহকারী প্রকৌশলী ইদ্রীস আলী যে কাজের দায়িত্বে থাকেন সে কাজেরই অনিয়ম হয়। তাকে নিয়ে আমরা বিপদে আছি।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তর্থি করবী এন্টারপ্রাইজের প্রতিনিধি সুজন হোসেন সড়কটি নির্মাণে নি¤œমানের সামগ্রী ব্যবহারের বিষয়ে বলেন,দুই-এক গাড়ি খোয়া নিম্নমানের যেতে পাড়ে তবে সেটা সরিয়ে নেওয়া হবে।
এ ব্যাপারে সাঁথিয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শহিদুল্ল¬াহ জানান, সড়কটি নির্মাণে নিম্নমানের মালামাল সামগ্রী ব্যবহারের বিষয়টি আমি শুনেছি এবং কাজের সাইট থেকে নিম্নমানের মালামাল সামগ্রী সরিয়ে ভালো মানের সামগ্রী দিয়ে কাজ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে ।