বেড়া প্রতিনিধি ঃ সারা দেশের ন্যায় পহেলা জানুয়ারি বেড়া উপজেলায় বই বিতরণ উৎসব পালিত হয়েছে। বেড়া উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক অফিস সূত্রে জানা যায়, এবার এ উপজেলায় প্রাথমিকের সরকারি ও বেসরকারি মিলে ১৮২টি শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি, বেসরকারি মিলে ৫০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৪ শিক্ষা বর্ষের নতুন পাঠ্য পুস্তক বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বেড়া সরকারি বি বি হাই স্কুল, বেড়া এম এ হাই স্কুল ও বেড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন বেড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মোরশেদুল ইসলাম।
বই বিতরণ উপলক্ষে বেড়ার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এক উৎসবের আমেজ তৈরি হয়। আনন্দ মুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই।
অন্যদিকে উপজেলার নাকালিয়া সরকারি প্র্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আ. হামিদ সরকার। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো.জাহাঙ্গীরআলম, উপজেলা সমবায় কর্মকর্তা মো.মিজানুর রহমান,এসএমসির সভাপতি মো. আতিকুর রহমান, সহ-সভাপতি সাংবাদিক ওসমান গণি, ইউপি সদস্য মো.সিল্টু শেখ, সদস্য মো. আ. হক, অত্র প্রতিষ্ঠানের প্রধানশিক্ষক কাজী আফরোজা আজাদ বিউটি এবং সহকারী শিক্ষক,অভিভাবকবৃন্দ এ উৎসবে উপস্থিত ছিলেন।#