শফিক আল কামাল : ইংরেজী নতুন ২০২৪’বর্ষে সারা দেশের ন্যয় পাবনায়ও প্রভাতী পরিষদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণী উৎসব অনুষ্ঠিত হয়।
সোমবার (০১ জানুয়ারি ২০২৪ খ্রি.) সকালে প্রভাতী পরিষদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন অনুষ্ঠানের প্রধান অতিথি কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। এ সময় তিনি বলেন হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ইংরেজী নতুন বছরের শুরুতেই কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই তুলে দেওয়া হয়।
এছাড়াও শিক্ষার্থী অভিভাবদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনার ছেলে মেয়েদের কে নিয়মিত স্কুলে পাঠান। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বছরের শুরুতেই বউ উপহার দিয়েছেনে। এটাই বঙ্গবন্ধুর সোনার বাংলা, জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের দৃষ্টান্ত। বিদ্যালয়ে একটি আইটি ক্লাসরুম রয়েছে। শিক্ষার্থীদের অনুশীলন বেশি করে করতে হবে এবং আপনাদের খোঁজ খবর রাখতে হবে। শিক্ষার্থীদের মানুষের মত মানুষ করে গড়ে তুলতে হবে।
প্রভাতী পরিষদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আনিসুজ্জামান দোলন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা।