এ. এইচ. মাসুক ঃ একেতো লক্কর ঝক্কর লঞ্চ আবার ধারণ ক্ষমতার ৩/৪ গুণ বেশি যাত্রী নিয়ে কাজীরহাট-আরিচাঘাট রুটে যাত্রী পারাপার যেন থামছেইনা। কোন এক অদিশ্য কারনেই যেন এই লঞ্চগুলো বন্ধ করা ও তাদের লাইসেন্সগুলো বাতিল হচ্ছেনা। যে কোন মূহুর্তে ডুবচরের আঘাতে এই সকল লক্কর ঝক্কর লঞ্চ ভেঙ্গে চুরে লঞ্চ ডুবে শত শত যাত্রী মারা যাওয়ার আশঙ্খা যাত্রীদের। প্রতিনিয়ত হাজার হাজার যাত্রী মৃত্যু ঝুকি নিয়ে এই কাজিরহাট থেকে আরিচাঘাটে পারাপার হলেও সংশ্লিষ্ট বিআইডব্লিউ কর্তৃপক্ষ ও প্রশাসন নিরব ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, দীর্ঘদিন ধরে মেরামত না করায় এ সকল লঞ্চগুলোর লক্কর ঝক্কর অবস্থা হয়ে গেছে । এদিকে মেসার্স এস. ই. এস রিভার ট্রান্সপোর্ট. এম. -১৭০০ নামক লঞ্চটিতে আমরা পারাপার হওয়ার সময় বিভিন্ন জায়গায় লোহার জং পরে ফাটোল ধরে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। বেশিরভাগ লঞ্চগুলোর রুট পার্মিট, অনুমোদন পত্র ও ফিটনেচ সার্টিফিকেট নাই মান্ধাতামলের ফিটনেচের কাগজ ঝুলিয়ে রেখেছে। এদিকে হঠাৎ করেই ২০ টাকার ভাড়া ৮০ করায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এ ছাড়াও লঞ্চগুলোতে যাত্রীদের জন্য দূর্ঘটনা এড়াতে লাইভ জ্যাকেট, বয়া বা যে সকল সুরক্ষা সামগ্রী থাকার কথা তার কোনটিই নেই। যাত্রীরা নিরুপায় ও শক্তিশালি সিন্ডিকেটের কাছে অসহায় হয়ে উপায় না পেয়ে এ সকল লঞ্চে পারপার হচ্ছে। গত কালকে মেসার্স এস. ই. এস রিভার ট্রান্সপোর্ট. এম. – ১৭০০ নম্বরের লঞ্চটিতে যাত্রী ধারণ ক্ষমতা ১শ ৫০ জন। অথচ এই লঞ্চে চারগুণ যাত্রী নিয়ে আরিচা টু কাজিরহাটে যাতয়াত করছে লঞ্চগুলো। তবে এ বিষয়ে লঞ্চের টিকিট কাটারকে জিজ্ঞাসা করা হলে তিনি ঘটনাটি অস্বীকার করেন। সাংবাদিকের প্রশ্নে জবাবে মিথ্যা কথা বলা ও যাত্রীদের করা অভিযোগ অস্বীকার করায় তাৎক্ষণিক লঞ্চের ভেতরে যাত্রীদের সাথে টিকিট কাটারের কথা কাটা কাটি বেধে যায় এবং টিকিট কাটার যাত্রীদের তোপের মুখে পড়ে।
নিয়মিত এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটার পরও কেন যে প্রশাসন এ বিষয়টি নিয়ে কোন পদক্ষেপ গ্রহন করছেনা সেটা কাজীরহাট ঘাটের যাত্রীদের অভিযোগ। সেই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখে , অতি দ্রুত এ সকল লক্কর ঝক্কর লঞ্চের লাইসেন্স বাতিল করে যাত্রীদের জীবনকে ঝুকিমুক্ত করার দাবি জানিয়েছেন সচেতন মহল ও যাত্রীরা।
লঞ্চে ধারণক্ষমতার ৪ গুণ যাত্রী নিয়ে পারাপার থামছেনা
পাবনা সদর
2 Mins Read
Previous Articleসুজানগর পৌর পেঁয়াজ হাটের অবৈধ স্থাপনা উচ্ছেদ
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment