চাটমোহর প্রতিনিধি
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর অভিযানে পাবনার চাটমোহর খেকে অপহৃত এক মাদ্রাসাছাত্র উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত মাদ্রাসাছাত্র হলো চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল গ্রামের আকমল হোসেনের ছেলে ও চড়ইকোল পুকুরপাড় দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র মোঃ রমজান আলী (১৩)। গত ২ শনিবার (নভেম্বর) রাত আনুমানিক ৮টার সময় পাবনা জেলার ভাঙ্গুরা থানাধীন বড়ালব্রিজ এলাকা হতে মোঃ রমজান আলীকে সুস্থ অবস্থায় উদ্ধার করে র্যাব।
র্যাব জানায়,গত ৩০ অক্টোবর সকালে চাটমোহর উপজেলার চড়াইকোল দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র মোঃ রমজান আলী (১৩) আটঘরিয়া উপজেলায় তার নানা বাড়ি যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়। ঐদিন সন্ধ্যায় তার পরিবার জানতে পারে রমজান আলী তার নানা বাড়ি যায়নি। পরবর্তীতে রাত আনুমানিক ৭ টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে রমজানের মাকে জানায়,নিখোঁজ রমজান আলী তাদের কাছে আছে এবং তাকে ফিরে পেতে হলে ৬০ হাজার টাকা দিতে হবে। টাকা দিতে ব্যর্থ হলে তার সন্তানকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এই ঘটনার প্রেক্ষিতে ওই ছাত্রের মা মোছাঃ ময়না খাতুন বাদী হয়ে গত ৩১ অক্টোবর চাটমোহর থানায় অজ্ঞানামা ব্যক্তিদের আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন,যার মামলা নং-১৬, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৭/৮/৩০। অপহৃত শিশু রমজান আলীকে উদ্ধার ও অপহরনকারীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে সিপিসি-২ পাবনা,র্যাব-১২।
র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিসি-২ পাবনা ও সিপিএসসি বগুড়ার একটি যৌথ আভিযানিক দল গত ২ নভেম্বর রাত আনুমানিক ৮ ঘটিকায় পাবনা জেলার ভাঙ্গুরা থানাধীন বড়ালব্রিজ এলাকা হতে অপহৃত মোঃ রমজান আলীকে সম্পূর্ন সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরনকারীরা কৌশলে পালিয়ে যায়। পলাতক অপহরনকারীদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত আছে বলে র্যাব জানায়।
উদ্ধারকৃত মাদ্রাসাছাত্রকে রবিবার (৩ নভেম্বর) চাটমোহর থানার মামলার তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
র্যাব’র অভিযানে চাটমোহরের অপহৃত মাদ্রাসা ছাত্র উদ্ধার
চাটমোহর
2 Mins Read
Previous Articleসুজানগরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ,অভিযুক্ত গ্রেফতার
Next Article সংবর্ধিত হলেন চাটমোহরের নাট্যজন আসাদুজ্জামান দুলাল
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment