শফিক আল কামাল : রেডক্রস রেডক্রিসেন্ট’র ব্যাসিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সোমবার (১৮ মার্চ ২০২৪ খ্রি.) দুপুরে প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি পাবনা ইউনিটের চেয়ারম্যান ও পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন। ৩ দিনব্যাপী জেলা পরিষদের রশিদ হলে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কার্যক্রমে ২৬জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি পাবনা ইউনিটে সৈয়দ মো. শামীম হোসেন, যুব-প্রধান শাকিলা আল বিনতে খান আনিকা ও অফিস সহকারি এ কে এম শফিকুল ইসলাম আরিফ প্রমুখ।
এছাড়াও বিকেলে অপর আরেকটি অনুষ্ঠানে পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার পাবনা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি পাবনা ইউনিটের পক্ষ থেকে কম্বল বিতরণ করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি পাবনা ইউনিটের চেয়ারম্যান ও পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন। এ সময় উপস্থিত ছিলেন পাবনা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ ইমদাদ হোসেন মধু, প্রধান শিক্ষক রাশিদা আক্তারী রিপা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী, শিক্ষর্থীদের অভিভাবক ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি পাবনা ইউনিটের নেতৃবৃন্দ।