আটঘরিয়া প্রতিনিধি: সিঁদেল চুরির ধরন বদলেছে। আগে ছিল মাটির ডোয়ায় সিঁদ কেটে চুরি, কালের বিবর্তনে মানুষের ঘরবাড়ি আমূল পরিবর্তন ঘটায় এখন মাটির ঘরে সিঁদ কেটে সিঁদেল চুরি বন্ধ হওয়ার উপক্রম হলেও ইটের গাথুনির ডোয়া কেটে সিঁদেল চুরির মাধ্যমে ধরণ বদল করছে নিশি কুটুম্বরা। এমনই একটি সিঁদেল চুরির ঘটনা ঘটেছে গত বুধবার (২১ ফেব্রুয়ারি) আটঘরিয়া মাঝপাড়া ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের রুবেল শেখের বাড়িতে। এদিন রাতে চোর ইটের গাথুনির ডোয়া কেটে প্রায় ১ লাখ টাকার সম্পদ নিয়ে যায় বলে জানা গেছে।
জানা যায়, রুবেল শেখ ঐদিন স্থানীয় বাজারে তার দোকান বন্ধ করে রাত ১১ টার দিকে বাড়ি এসে খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে। এ সুযোগে গভীর রাতে সিঁদেল চোর রুবেলের বাড়িতে ইটের গাথুনির ডোয়া কেটে ঘরে ঢুকে নগদ ১০ হাজার টাকা, স্বর্ণের চেইন, কানের দুলসহ প্রায় এক লাখ টাকার সম্পদ নিয়ে যায়। এমন চুরির ঘটনা মাঝেমধ্যে ঘটছে।