সংবাদদাতা: মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো: সাহাবুদ্দিন এর সাথে পাবনার বীর মুক্তিযোদ্ধা গণ সৌজন্য সাক্ষাত করেছেন। এসময় মতবিনিময়কালে মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তুলে ধরা বিভিন্ন দাবী ধর্য্যসহকারে শোনেন এবং পর্যায়ক্রমে সে সব দাবী পুরণ করার আশ্বাস প্রদান করেন।
গত ২৭ এপ্রিল বেলা ১২টার দিকে বঙ্গভবনের হল রুমে মতবিনিময়কালে পাবনার বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজ সেবক এ্যাডভোকেট সাইফুল আলম বাবলুর নেতৃত্বে পাবনার বিভিন্ন উপজেলার অর্ধশত বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
পাবনার বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সাইফুল আলম বাবলু মতবিনিময়কালে দেশের সূর্ষ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে লিখিত বক্তেব্যের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির নিকট বেশ কয়েকটি দাবী তুলে ধরেন। এর মধ্যে উল্লেখ্যযোগ্য দাবি গুলো, মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি, বঙ্গবন্ধু প্রদত্ত মুক্তিযোদ্ধা সংজ্ঞার ভিত্তিতে বীর মুক্তিযোদ্ধাদের সচ্ছ তালিকা প্রণয়ন, অতিসত্বর মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন, মুক্তিযোদ্ধাদের উৎসব বোনাস সম্মানী ভাতার সমপরিমান প্রদান এবং মুক্তিযোদ্ধা বানানোর কারখানা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর অতিসত্বর বিলুপ্তি দাবী করেন।
বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সাইফুল আলম বাবলু আরো বলেন, জামুকা ৫০ বছর বয়সিদের বীর মুক্তিযোদ্ধা বানিয়ে বে-সামরিক গেজেটে নাম অন্তর্ভুত্ত করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা ভুলুন্ঠিত করছে। তিনি তালিকাভুক্ত ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে প্রশাসানিক ব্যবস্থা গ্রহনেরও দাবী জানান।
মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তুলে ধরা বিভিন্ন দাবী ধর্য্যসহকারে শোনেন এবং বীর মুক্তিযোদ্ধাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।