শফিক আল কামাল : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে পাবনা জেলা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
২১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে “পাবনা কেন্দ্রীয় শহিদ মিনারে” পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ অতুল মন্ডল। এ সময় জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।
পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন বলেন, বাঙলি জাতি বীরের জাতি। যে জাতি মাতৃভাষার জন্য লড়াই করে নিজের জীবন উৎসর্গ করেছেন। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ ব্যতিত কোথাও এমনটি নজির দেখা যায় না। তিনি ৫২’র ভাষা আন্দোলনে সকল শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার আন্দোলনে জীবন উৎসর্গকারি সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন।