এ. এইচ. মাসুক ঃ দীর্ঘ দুই তিন দিনের ভারী বর্ষণে পাবনা শহরের বিভিন্ন মহল্লার রাস্তাঘাটগুলো পানির নিচে তলিয়ে গিয়েছে। শহরের বিভিন্ন মহল্লা ও এলাকা ঘুড়ে দেখা গিয়েছে অধিকাংশ রাস্তাগুলোতে প্রায় হাটু সমান পানি জমেছে। এ ছাড়াও কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা এমন রূপ নিয়েছে যেখানে সাধারণ মানুষ বা যান চলাচল করার মতো পরিবেশ নাই।
গত দুই তিন ধরে বিরূপ আবহাওয়ার প্রভাবে পাবনা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাত হচ্ছে। আর ভারী বৃষ্টিপাত হওয়ায় পাবনা শহরের বিভিন্ন এলাকার রাস্তাগুলোতে হাটু সমান পানি বেধে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে । আর এ সকল রাস্তাগুলো দিয়ে চলতে গিয়ে মানুষ সীমাহিন দূর্ভোগ পোহাচ্ছে। একদিকে বৃষ্টির কারণে কর্মজীবি মানুষ বাহিরে বের হতে পারছেনা অন্যদিকে এই জলাবদ্ধতা যেন সাধারণ মানুষের মরার উপর খাড়ার ঘাঁ হয়ে দাড়িয়েছে।
জলাবদ্ধতার বিষয়ে সাধারণ মানুষ জানায়, এই অতিবৃষ্টিতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তা আমাদের স্বাভাবিক জীবনের উপর বেশ প্রভাব ফেলেছে। অতি দ্রুত এই পানি নিরসনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় আমাদের দূর্ভোগ চরম আকারে গিয়ে পৌছাবে। তাই পাবনা শহরের এই জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানিয়েছে সাধারণ মানুষ।