ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা-২০২৪খ্রিঃ-এর সমাপনি ও পুরষ্কার বিতরণী সভার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার (১৯-২০ফেব্রুয়ারী) উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে ২দিনব্যাপী পরিষদের খেলার মাঠে উপজেলার ৯৯’টি সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রতিটি ইভেন্টে ৭জন করে শিক্ষার্থী অংশ গ্রহণ করে। ক্রীড়া ইভেন্টের মধ্যে ছিল লংজ্যাম্প, হাইজ্যাম্প, একক ও দলীয় নিত্য, নাচ, গান, কবিতা আবৃত্তি, দৌড়,বিস্কুট খেলাসহ ৫৪টি ইভেন্টে ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতা। উপজেলা নির্বাহী অফিসার মো.আরাফাত হোসেন’র সভাপতিত্বে এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. সেলিম রেজা,আজিম উদ্দিনের পরিচালনায় সমাপনি ও পুরষ্কার বিতরণী সভায় বক্তব্য দেন, ভাঙ্গুড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. গোলাম হাসনাইন রাসেল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আজিদা পারভীন পাখি,উপজেলা শিক্ষা অফিসার মো. সেকেন্দার আলী,ভাঙ্গুড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোফাজ্জল হোসেন,শরৎনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইভা খন্দেকার, কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসিনুর রহমান লিটন,বোয়াইলমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টন রহমান এবং ক্রীড়া পরিচালনা করেন,পাবনা ডি এস-মো. সাইফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণ উপস্থিত ছিলেন।