বিশেষ প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন পাবনা-৩ আসনের এমপি মোঃ মকবুল হোসেনের ছেলে আলহাজ¦ মোঃ গোলাম হাসনায়েন রাসেল। তাঁর প্রতিক ছিলো মোটরসাইকেল। রাসেল ইতোপূর্বে ভাঙ্গুড়া পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। গতকাল মঙ্গলবার (২১ মে) দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে গোলাম হাসনায়েন রাসেল অনেকটাই প্রতিদ্বন্দ্বিতাহীন ভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তিনি মোট ভোট পেয়েছেন ৩১ হাজার ৫২৯। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি এম মেছবাহুর রহমান রোজ ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ২ হাজার ৬৭৯ ভোট। এছাড়া নির্বাচন থেকে সরে যাওয়া মোঃ বাকিবিল্লাহ আনারস প্রতিকে পেয়েছেন ৫৪১ ভোট। ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতিক নিয়ে গোলাম হাফিজ রঞ্জু ৩১ হাজার ৫৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি তালা প্রতিক নিয়ে সাজ্জাদুর রহমান ৩ হাজার ২০২ ভোট পেয়েছেন।
অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতিক নিয়ে ১৮ হাজার ৯৫৭ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন মোছাঃ আজিদা পারভীন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি কানিজ ফাতেমা (ফুটবল) পেয়েছেন ১০ হাজার ৮২৩ ভোট। অপর প্রার্থী আমেনা খাতুন (কলস) পেয়েছেন ৩ হাজার ৯৯৯ ভোট।