আইএনএস : ব্যপক উৎসাহ ও উদ্দীপনায় পাবনা সাংবাদিক ফোরামের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল সকাল ১১ টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা, গুণিজনদের সম্মননা প্রদান, সদস্যদের ব্যাচ ধারণ ও কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয় পাবনা সাংবাদিক ফোরামের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী। সংগঠনের সভাপতি মো. হাসান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবী নেওয়াজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম. ফজলুর রহমান, পাবনা সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা রোটাঃ মো. জালাল উদ্দিন, দৈনিক জীবন কথা’র সম্পাদক এএসএম, প্রফেসর আব্দুল্লাহ, বাংলাদেশ কাভার্ড ভ্যান, ট্রাক, ট্যাংলরি মালিক এসোসিয়েশনের সহ-সম্পাদক মোজাম্মেল হক কবির, নদ-নদী ও পরিবেশ গবেষক ও সংগঠনের গবেষণা সম্পাদক ড. মনছুর আলম, সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান খান, হোসেন ফুডের ব্যবস্থাপনা সম্পাদক মো. হোসেন আলী, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, ৭১ টিভির পাবনা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাশেল, মা একাডেমীর সাধারণ সম্পাদক মো. সুমন আলী, সংগঠনের সহ-সভাপতি আলাউদ্দিন বিন কাশেম, মো. শফিকুল ইসলাম, কল্যাণ সম্পাদক হুমায়ন কবির, প্রচার সম্পাদক হুমায়ন রাশেদ, কবি জেবুন্নেছা ববীন, কবিতা আবৃত্তি করেন উত্তম কুমার দাস, মধুসুদন মজুমদার, শামীমা আক্তার, কবি মহসিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ-সচিব রেহেনা পারভীন, নির্বাহী রসদস্য পলাশ হোসেন, আব্দুল কাইয়ম তমাল, রাজিব জোয়দ্দার, আব্দুল মোমিনসহ বিভিন্ন পত্রিকার প্রতিনিধিগণ। আলোচনা শেষে নদ-নদী ও পরিবেশ গবেষণায় বিশেষ অবদান রাখার জন্য ড. মো. মনছুর আলমকে পাবনা সাংবাদিক ফোরাম পদক, স্বাস্থ্য ও সমাজ সেবায় অবদান রাখার জন্য রোটাঃ মো. জালাল উদ্দিনকে সম্মান না স্মরক ও সাহিত্যে অবদান রাখার জন্য কবি আমিনুর রহমান কে সম্মান না স্মারক প্রদান করেন, সংগঠনের সভাপতি ও আমন্ত্রিত অতিখিগণ। এরপর কেক কেটে ও মিষ্টমুখ করার মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।