“একটি হলেও বৃক্ষ রোপন করবো জনে জনে, সবুজ দেশের শুদ্ধ বাতাস লাগুক সবার প্রাণে” এই প্রতিপাদ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন সময় নিহত শহীদ শিক্ষার্থীদের স্মরনে জলবায়ুর বিরুপ প্রভাব থেকে বাঁচতে পাবনায় বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার সকাল থেকে পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উদ্যোগে শহরের বিভিন্ন সড়ক ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রাঙ্গনে দুই শতাধীক বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সামাজিক বন বিভাগ পাবনার রেঞ্জ অফিসার ফিরোজ আহমেদ, স্কুলটির সভাপতি জনাব বেলাল হোসেন, আইডিয়াল গ্রুপের চেয়ারম্যান আব্দুল্লাহ আরিফ, স্কুলের অধ্যক্ষ ওয়াজেদ আলী, পরিচালক জহিরুল ইসলামসহ গ্রুপের অন্যান্য পরিচালক, শিক্ষ-শিক্ষার্থীরা।