নির্মল সরকার ঃ শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে বেড়া উপজেলা আ.লীগ,বেড়া উপজেলা প্রশাসন এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলো দিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
২১ ফেব্রুয়ারি রাতের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ডেপুটি স্পিকারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধ কমান্ড, উপজেলা আ.লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক সংগঠন। শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল এগারটায় উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তা মো.মোরশেদুল ইসামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রেজাউল হক। আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেড়া সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেসবাহ উল হক এবং সহকারী কমিশনার (ভুমি) রিজ্জু তামান্না। সুন্দর হাতের লেখা,রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেড়া উপজেলা আ.লীগ দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচী গ্রহন করে। সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন,শহীদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পণ ও র্যালি বের করা হয়। সন্ধ্যায় বেড়া উপজেলা আ.লীগের কার্যালয়ে বেড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন হান্নানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেড়া পৌর মেয়র এ্যাড. আসিফ সামস্ রঞ্জন এবং আরও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক প্রভাষক আবু সাঈদ,নাগরিক কমিটির সভাপতি আল মামুদ সরকার সহ দলের নেতা কর্মী।
দিবসটি উপলক্ষে উপজেলার নাকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন এসএমসির সভাপতি আতিকুর রহমান, সহ সভাপতি সাংবাদিক ওসমান গনি,প্রধান শিক্ষক কাজী আফরোজা আজাদ বিউটি সহ অন্যান্য শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
বেড়ায় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন
বেড়া
2 Mins Read
Previous Articleবেড়ায় হাট-বাজার গুলোতে জাটকা ইলিশে সয়লাব
Next Article চাটমোহরে বোরো আবাদে ব্যস্ত কৃষক
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment