আটঘরিয়া প্রতিনিধিঃ বুধবার (৯ অক্টোবর) থেকে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারিদের দুর্গাপূজার মূল কার্যক্রম শুরু হচ্ছে এবং চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। এবছর আটঘরিয়া উপজেলায় ১৬ টি মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। প্রত্যেক পূজা মন্ডপে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে গত ২৬ সেপ্টেম্বর উপজেলা পূজা উদযাপন কমিটির সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নিয়ন্ত্রণাধীন ছাত্র ঐক্য পরিষদ আটঘরিয়া উপজেলার বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্র ও পূজা মন্ডপ কমিটির স্বেচ্ছাসেবকরা পৃথক পৃথকভাবে মনিটরিং টিম গঠন করেছে।
এবছর আটঘরিয়া উপজেলায় যে ১৬ মন্ডপে পূজা উদযাপিত হচ্ছে সেগুলি হল- কেন্দ্রীয় মাতৃমন্দির, কেন্দ্রীয় কালী মন্দির, উত্তরচক কালী মন্দির, পৌর কেন্দ্রীয় মন্দির, সাহাপাড়া বারোয়ারি দুর্গা মন্দির, খিদিরপুর ডাঙাপাড় দুর্গা মন্দির, সারদিয়া দূর্গা মন্দির, বাচামারা দুর্গা মন্দির, গোড়রী বারয়ারি দূর্গা মন্দির, আদি দূর্গা মন্দির, একদন্ত বারয়ারি দূর্গা মন্দির, লক্ষ¥ীপুর নিমতলা দূর্গা মন্দির, শ্রীপুর হালদারপাড়া মন্দির, কৈজুরি গোবিন্দ মন্দির, কানাইলাল রায় মন্দির ও লক্ষীপুর কালিবাড়ি দূর্গা মন্দির।
এছাড়াও প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী পূজা নির্বিঘœ করতে সর্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন। এখন পর্যন্ত আটঘরিয়ার ১৬ পূজা মন্ডপের কোথাও কোন বিশৃঙ্খলা অশান্তি দেখা যায় নাই। আটঘড়িয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিরোধ কর্মকার জানান, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকায় আমরা খুশি।
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ১৩ অক্টোবর দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা শেষ হবে।