চাটমোহর প্রতিনিধি
‘প্লাস্টিক দূষণ বন্ধ করি,ধরিত্রী রক্ষা করি’-এ শ্লোগান নিয়ে পাবনার চাটমোহরে পালিত হয়েছে বিশ্ব ধরিত্রী দিবস। এ উপলক্ষে সোমবার (২২ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনের সড়কে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও পথসভা।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটার কিপার্স বাংলাদেশের সহযোগিতার চললবিল রক্ষায় আমরা এর আয়োজন মানববন্ধন ও পথসভায় সভাপতিত্ব করেন চলনবিল রক্ষায় আমরা সংগঠণের চাটমোহর উপজেলা আহবায়ক সাংবাদিক হেলালুর রহমান জুয়েল।
চললবিল রক্ষায় আমরা এর সমন্বয়কারী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধন ও পথসভায় বক্তব্য দেন,চাটমোহর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ ফিরোজা পারভীন,চাটমোহর সরকারি কলেজের ভূগোল বিভাগের প্রধান ড. মুক্তি মাহমুদ,সংবাদকর্মী পবিত্র তালুকদার,আলমগীর মোহাম্মদ প্রমূখ। বক্তরা বলেন, প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিদ করতে আমাদের গণসচেতনতা সৃষ্টির পাশাপাশি সেটি বর্জন করে ধরিত্রী ও পরিবেশকে রক্ষা করতে হবে। পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। পথসভায় শিক্ষক,শিক্ষার্থী,জনপ্রতিনিধি,সাংবাদিক ও সুধিজন অংশগ্রহণ করেন।