আটঘরিয়া প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (১৪ এপ্রিল) বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে পহেলা বৈশাখে বিভিন্ন কর্মসূচি উদযাপিত হয়। ঈদুল ফিতরের একদিন পর পহেলা বৈশাখ বাড়তি আনন্দ যোগায়।
কর্মসূচির মধ্যে ছিল আগের দিন বাংলা নববর্ষ উপলক্ষে ফেস্টুন, ব্যানার, সড়ক আল্পনা দ্বারা বর্ণিল সজ্জিত করা হয়।
এছাড়া পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) শিশু-কিশোর, সাংস্কৃতিক কর্মী ও সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা দেবোত্তর বাজার প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
পহেলা বৈশাখের সবচেয়ে আকর্ষণীয় ছিল উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাদিউল ইসলামের নেতৃত্বে এবং সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা যেখানে গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড়ার গাড়ি, জাল, মাছ ধরার খাদুন বাসন, পলো ইত্যাদি এবং পান্তা ভাত পরিবেশ। ডাল, আলু ভর্তা , পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে পান্তা পরিবেশন এবং মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সবাইকে আনন্দিত করে।
বাংলা নববর্ষের পহেলা বৈশাখের সকল কর্মসূচি সফল করতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম সরাসরি তদারকি করেন।