পাবনা জেলা তথ্য অফিসের আয়োজনে বিজয়ের ৫২ বছর পূর্তিতে গণযোগাযোগ অধিদপ্তরের বিশেষ প্রচার কর্মসূচীর অংশ হিসেবে রোববার দুপুরে পাবনা সদর উপজেলার দোগাছি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কলেজের গভর্নিং বডির সভাপতি এড. খোন্দকার আব্দুর রকিবের সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাাসক (সার্বিক) শরিফ আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালী এবং অধ্যক্ষ দোগাছি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মোছাঃ রিজিনা সুলতানা। আলোচনা ও মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র তথ্য অফিসার, পাবনা মোঃ সামিউল আলম। সভায় প্রধান অতিথি মহান স্বাধীনতার প্রেক্ষাপট তুলে ধরার পাশাপাশি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্যারিশম্যাটিক নেতৃত্ব, বাংলার স্বাধীকার থেকে স্বাধীনতার প্রতিটি ক্ষেত্রে তাঁর অসামান্য অবদান তুলে ধরেন। তিনি বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে বিশেষ করে ছাত্র-ছাত্রীদের প্রতি বিশেষ আহবান জানান। তিনি ছাত্র-ছাত্রীদের জ্ঞান চর্চ্চার মাধ্যমে প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়ার মাধ্যমে পরিবার, সমাজ তথা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি তিনি শিক্ষক, অভিবাবকসহ সকলকে আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করাসহ তাদের প্রতিভা বিকাশের পথকে সুগম করতে বিশেষ যতœশীল হতে আহবান জানান। আলোচনা ও মতবিনিময় সভায় আলোচকবৃন্দ মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট, বঙ্গবন্ধুর আপোষহীন সংগ্রামী নেতৃত্ব, জাতীয় চার নেতাসহ সকল বীর মুক্তিযোদ্ধদের অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে বিশেষ করে আগামী প্রজন্মকে এখন থেকেই প্রস্তুত হওয়ার আহবান জানান। আলোচনা সভায় শিক্ষক, অভিবাবক, জনপ্রতিনিধি, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দোগাছি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক মোঃ আব্দুল হালিম। সভায় ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকেরা তাদের মতামত প্রকাশ করেন। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
বিজয়ের ৫২ বছর পূর্তিতে আলোচনা ও মতবিনিময় সভা
পাবনা সদর
2 Mins Read
Previous Articleপাবনায় অটিষ্টিক শিশুদের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
Next Article সুজানগরে নৌকার প্রার্থীর ব্যাপক গণসংযোগ
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment