ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে ধান সিদ্ধ করার বয়লার বিস্ফোরণে এক শিশুসহ ২ জন নিহত হয়েছে। এলাকার লোকজন ও ফরিদপুর থানার ওসি হাফিজুর রহমান জানান,গতকাল ২১ মার্চ বৃহস্পতিবার সকাল প্রায় ১০টার সময় উপজেলার কাশিপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ধানের খোলার মালিক জাহাঙ্গীর হোসেন প্রতিদিনের মত তার ধানের খোলায় ধান সিদ্ধ করার জন্য বয়লারে আগুন ধরাতে গেলে বয়লারটি বিস্ফোরণ হয়ে ঘটনাস্থলেই জাহাঙ্গীর হোসেন(৫০) নিহত হন। বিস্ফোরণে জাহাঙ্গীর হোসেনের শরীর ছিন্ন-বিছিন্ন হয়,নাড়ি-ভুড়ি বেড়িয়ে যায়। এ সময় এ ধানের খোলার মহিলা শ্রমিক ইয়াসমিন আরার নাতি তারেক হোসেন(৫) বয়লারের পাশে থাকায় মারাতœক ভাবে আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। তারেক হোসেন উপজেলার গোপালনগর গ্রামের রিপন হোসেনের ছেলে। এ ঘটনায় চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার হাবিবুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার শিরিন সুলতানা,ওসি হাফিজুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।