প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্ম্পকে ফেসবুকে অসৌজন্য মুলক মন্তব্য করায় সাংগাঠনিক শৃঙ্খলা ভঙ্গেও কারণে পাবনা জেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত সাংগাঠনিক সম্পাদক পদসহ মো. আবুল কালাম আজাদ কে সকল পদ থেকে অব্যহতি প্রদান করেছে পাবনা জেলা আওয়ামীলীগ। কেন তাকে স্থায়ী বহিস্কার করা হবে না তা আগামী সাত দিনের জবাব দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। ১ মে বুধবার পাবনা জেলা আওয়ামীলীগের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
উল্লেখ্য, আবুল কালাম আজাদ জেলা আওয়ামীলীগ নেতা ও ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. বাকী বিল্লাহ (আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী) এর ছোট ভাই ও ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি লোকমান হোসেন এর ভাগিনা। আসন্ন উপজেলা পরিষদেও নির্বাচনে বর্তমান সাংসদ মো. মকবুল হোসেন ছেলে প্রার্থী হওয়ায় স্থানীয় অনেকের মধ্যে ক্ষোভের সৃষ্ঠি হয়েছে। এ রকম প্রেক্ষিতে আবুল কালাম আজাদ এ রকম স্ট্যাটাস দিয়েছে বলে কেউ কেউ মনে করছে।