প্রথম আলোর ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনায় পাঠক-শুভানুধ্যায়ীদের নিয়ে আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলো পাবনা বন্ধুসভার আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেলে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এই পাঠক সমাবেশ ও আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘প্রথম আলো এখন শুধু একটি পত্রিকা নয়, প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। মানুষের পাশে থাকছে, সুন্দর বাংলাদেশ গঠনে নির্দেশকের মত কাজ করছে। শুধু বর্তমানকে আলোকিত নয়, ভবিষ্যতের পথ দেখাচ্ছে।
বিকেল সাড়ে চারটায় বন্ধুসভার বন্ধুদের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যেদিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বন্ধুদের গান, আবৃত্তির পাশাপাশি চলে শুভেচ্ছা বিনিময়। এছাড়া কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
বক্তব্যে পাবনা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আখতার জামান বলেন, প্রথম একটি আবেগের জায়গা তৈরি করেছে। পরিবারের শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা মানুষটি পর্যন্ত, সবার মন জয় করছে। মনের খোড়াক ও জ্ঞানের খোড়াক হিসাবে পরিবারের যার জন্য যা প্রয়োজন তাই দিচ্ছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর পাবনা প্রতিনিধি সরোয়ার মোর্শেদ উল্লাস। আলোকচিত্রী হাসান মাহমুদের সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক লায়লা আরজুমান বানু, সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন নাহার, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক নরেশ মধু, প্রথম আলোর পাবনা বন্ধুসভার প্রতিষ্ঠাতা আহবায়ক ফাহিমুল কবির খান ও বর্তমান সভাপতি গোলাম হাসনায়েন।
অন্যদের মধ্যে শুভেচ্ছা জানান পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সিটি কলেজের অধ্যাপক শামসুন্নাহার বর্ণা ও আদর্শ মহিলা কলেজের প্রভাষক সেলিনা খন্দকার প্রমুখ।
গান পরিবেশন করেন বন্ধুসভার বন্ধু ফাহমিদা চাঁদনী ও স্বরণী বর্ষা। আবৃত্তি করে শোনান বন্ধু সামিউর রহমান, মিতুসি আক্তার, অত্রি সাহা ও কৌমুদি সাদিক।
প্রথম আলোর ২৫ বছর পূর্তিতে পাবনায় আনন্দ-আড্ডা
পাবনা সদর
2 Mins Read
Next Article পাবনায় জাতীয় সমাজ কল্যান পরিষদের চেক বিতরণ
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment