মিজানুর রহমান
পাবনা সদর উপজেলায় ২০২৪-২০২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে মাষকলাই ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ, রাসায়নিক সার ও উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী।
এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বিভিন্ন ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ ও উপজেলার সকল ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, উপজেলার ৬০০ জন কৃষকদের মাঝে মাষকলাই ও ১৫০ জন কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিতরণ করা হয়।