মিজানুর রহমান
আধুনিক পদ্ধতিতে চাষাবাদের পাশাপাশি পাবনা সদর উপজেলার মালঞ্চির কৃষকরা নিরাপদ উপায়ে ফসল উৎপাদনের দিকে ঝুঁকছে।
কীটনাশকের পরিবর্তে তারা প্রাকৃতিক ও যান্ত্রিক উপায়ে ফসলের পোকা-মাকড় দমন করছেন। সেই সঙ্গে কৃষকের উৎপাদিত পণ্য হচ্ছে স্বাস্থ্য সম্মত ও নিরাপদ। এজন্য কৃষকদের সহায়তা করছে কৃষি বিভাগ। পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় কৃষকরা নিচ্ছেন প্রশিক্ষণ ও পরামর্শ। এতে নিরাপদ ফসল উৎপাদনে আশার আলো ছড়াচ্ছে আইপিএম কৃষক মাঠ স্কুল।
সেই লক্ষ্য নিয়ে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় বুধবার বিকেলে পাবনা সদরের মালঞ্চী মধ্যপাড়া আইপিএম কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে পাবনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাহানা পারভিন লাবনীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জান্নাতুল ফেরদৌস বৈশাখী,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শৈলেন কুমার পাল প্রমুখ।
এদিন প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকগন মাঠ দিবসের আলোচনা শেষে আগত কৃষক-কৃষাণী ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে ৬টি বুথের মাধ্যমে ধান ফসল নিরাপদ ও পরিবেশ বান্ধব পদ্ধতিতে উৎপাদন বিষয়ে তাদের কার্যক্রম বিষদভাবে উপস্থাপন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোরশেদুজ্জামান,উপ সহকারী কৃষি অফিসার এমদাদুল হক, উপ সহকারী কৃষি কর্মকর্তা আহমদ আলী সরকার কৃষক-কৃষাণীগণ ও সুধীজন।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন সম্পর্কে পরামর্শ প্রদান করেন।
পরে আইপিএম কৃষক মাঠ স্কুলের ২৫ প্রশিক্ষনার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
পাবনা সদরের মালঞ্চীতে নিরাপদ ফসল উৎপাদনে আইপিএম কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত
পাবনা সদর
2 Mins Read
Previous Articleঈশ্বরদীতে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহন
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment