পিপ : পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স সার্জারী বিভাগ (স্পাইন ইউনিট) এর উদ্যোগে প্রথমবারের মতো তানিজা হায়দার সম্মেলন কক্ষ, পাবনা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়েছে “Management of Spinal Disorders- Bangladesh Perspective: Where do we stand?” শীর্ষক একটি বৈজ্ঞানিক আলোচনা সভা।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স সার্জারী বিভাগ (স্পাইন ইউনিট) এর সিনিয়র কনসালটেন্ট ডা. আকসাদ আল মাসুর আনন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন পাবনা মেডিকেল কলেজের সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক ডা. উবায়দুল্লাহ ইবনে আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি (BOS) এর মহাসচিব অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম। আরো ছিলেন বাংলাদেশ স্পাইন সোসাইটি (BSS) এর সভাপতি অধ্যাপক ডা. মো: শাহ আলম এবং মহাসচিব অধ্যাপক ডা. আনোয়ারুল ইসলাম,বাংলাদেশ স্পাইন সোসাইটির প্রেসিডেন্ট ইলেকট অধ্যাপক ডা: সৈয়দ শহিদুল ইসলাম,বাংলাদেশ অর্থপেডিক সোসাইটির সাবেক মহাসচিব অধ্যাপক ডা: ওয়াহিদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন পাবনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ এবং অর্থোপেডিক্স বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রিয়াজুল হক রেজা, নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আহমেদ তাউস, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবু মোহাম্মদ শাফিকুল হাসান, অর্থোপেডিক্স বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. জাহেদী হাসান রুমি, বর্তমান বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মাসউদুর রহমান প্রিন্স, স্বাধীনতা চিকিৎসক পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বিপ্লব কুমার সাহা, পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান সহ আরো অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্পাইন সোসাইটি (BSS) এর সভাপতি অধ্যাপক ডা. শাহ আলম।
অনুষ্ঠানটিতে মেরুদণ্ডের বিভিন্ন রোগ এবং তার পুরাতন, প্রচলিত এবং উন্নত চিকিৎসা পদ্ধতির বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয়। সাধারণ মানুষজন মেরুদণ্ডের চিকিৎসার ব্যাপারে সচেতন হবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেন চিকিৎসকবৃন্দ।