চাটমোহর প্রতিনিধি
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈত নীতি ও বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টায় চাটমোহরস্থ সমিতির সদর দপ্তরের সামনে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে বক্তারা প্রতিটি কর্মস্থলে কর্ম পরিবেশ সৃষ্টি করা ও চাপ প্রয়োগ করে ৮ ঘণ্টার বেশি কাজ না করানোর দাবি জানান।
এদিকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈত নীতির কারণে অতিরিক্ত কাজের চাপে বৈদ্যুতিক দূর্ঘটনায় এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে নিহত সকল শহীদ লাইন ক্রু,মিটার রিডার কাম ম্যাসেঞ্জারসহ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে অন্যান্য সকল পদের নিহত শহীদদের স্মরণে শোকসভা,গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই দিন সকাল সাড়ে ১১টায় পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চাটমোহরস্থ সদর দপ্তরে সমিতির কর্মকর্তা-কর্মচারী এই কর্মসূচি পালন করেন।
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জুনিয়র ইঞ্জিনিয়ার মোঃ হাসানুজ্জামানের সভাপতিত্বে ও লাইনম্যান আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য দেন,সহকারী জেনারেল ম্যানেজার (আইটি) মোঃ সামিরুল ইসলাম,লাইন ক্রু মেহেদী হাসান,লাইন টেকনিশিয়ান তারাজুল ইসলাম,লাইনম্যান গ্রেড-১ সাজেদুল ইসলাম,জুনিয়র ইঞ্জিনিয়ার নাইমুর রশিদ,ওয়ারিং ইন্সপেক্টর আবু হেলাল প্রমুখ। বক্তরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈতনীতি পরিহার করে দেশের সকল পল্লী বিদ্যুৎ সমিতিরর কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ রক্ষায় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এসময় পাবনা পবিস-১ এর সহকারী জেনারেল ম্যানেজার (এ এন্ড এম) ইসরাফিল ইসলাম মিলন,সহকারী জেনারেল ম্যানেজার (এমএস) সাকিরুল ইসলামসহ সমিতির সকল সুপারভাইজার,লাইন ক্রু,লাইনম্যান উপস্থিত ছিলেন।
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ মানববন্ধন শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
চাটমোহর
2 Mins Read
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment